গোয়াইনঘাটে ভারতীয় মদসহ গ্রেফতার দুই মাদক বিক্রেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:৩৫:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট থেকে ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৭ এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৭৫ মিলিলিটারের ২২ বোতল ও ৭৩৫ মিলিলিটারের ২৪ বোতল মদ জব্দ ও সময় দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা, হলেন গোয়াইনঘাট উপজেলার মুসলিমপাড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র ডালিম আহমদ ও অপরজন একই গ্রামের কবির আহমদের পুত্র রেজাউল করিম। আর্মড পুলিশের এসআই দীপক কুমার পাল বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়।