কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের আঘাতে আহত ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:৩৯:৫৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত শনিবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীসহ চারজন আহত হন। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ওমান প্রবাসী আনিছুর রহমান (৩৪), তার স্ত্রী শামীমা পারভীন (৩১), ছোট বোন রাবেয়া বেগম (১৮) ও ভগ্নিপতি আব্দুল হক (৪৫)।
ডাকাতরা ওই প্রবাসীর ঘর থেকে নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও দুটি দামি মুঠোফোনসহ (আইফোন ৭ ও স্যামসাং এস ৭৮) প্রায় পৌনে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রবাসী আনিছুর রহমান জানান, তিনি গত মঙ্গলবার ওমান থেকে দেশে আসেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বসত ঘরে পরিবারের সদস্যদের নিয়ে গল্প করছিলেন। এসময় কাজের মজুরি নিতে আসেন পাইপ মিস্ত্রি শাহ আলম। তাকে টাকা দেওয়ার সময় ১০-১১ জনের সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে। তারা ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়। পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। ডাকাতদল প্রবাসীসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বাড়ির অন্যদের অস্ত্রের মুখে রেখে নগদ টাকাসহ প্রায় পৌনে ৮ লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি ডাকাতির ঘটনা কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।