ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোলাপগঞ্জে ভুয়া চিকিৎসকের ১০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:৫০:১১ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে এক ভুয়া চিকিৎসকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ওই ভুয়া চিকিৎসক কোনাচর বাজারে ভেটেরিনারি প্র্যাকটিস করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে। প্রাণীর সুচিকিৎসা নিশ্চিতকরণে ভুয়া চিকিৎসকের বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, এক ভুক্তভোগীর ছাগল ভুল চিকিৎসা দেওয়ার ফলে মারা যায়। এমন অভিযোগ পেয়ে কোনাচর বাজারে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। সেখানে গিয়ে অভিযুক্ত চিকিৎসকের কাগজপত্র দেখতে চাইলে দেখা যায় নিবন্ধন ও সনদ ব্যাতিত ভেটেরিনারি প্র্যাকটিস করে আসছেন তিনি। যে কারণে ওই চিকিৎসকের কাছ থেকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।