সাফ চ্যাম্পিয়নশিপ
মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৩, ৮:৫৫:০৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বর্তমান সাফ চ্যাম্পিয়ান মালদ্বীপ। ফিফা র্যাংকিংয়ে অনেক এগিয়ে রয়েছে তারা। সেই দলের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার দল মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলে। শুরুতে পিছিয়ে পড়লেও দলের হয়ে তিনটি গোল করেছেন রাকিব হাসান, তারিক কাজী এবং শেখ মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে ২০ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে এই আসরে মালদ্বীপকে হারিয়ে প্রথম এবং শেষবার শিরোপা জিতেছিল লাল-সবুজের দল।
গতকাল রোববার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফে সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে হাভিয়ের কাবরেরার দল। শেষ চারে উঠতে হলে গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে লেবানন-মালদ্বীপের ম্যাচেও।
প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ২-০ গোলে হারের পর আত্মবিশ্বাসে খুব একটা চিড় ধরেনি বলে জানিয়েছিলেন ফুটবলাররা। অনুশীলনে ছিলেন ফুরফুরে মেজাজে। মালদ্বীপের বিপক্ষে গত বছর প্রীতি ম্যাচে অবশ্য বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। তবে এবার খুব বেশি পাত্তা পায়নি মালদ্বীপ। প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে তিনটি কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপের রক্ষনের কঠিন পরীক্ষাই নিচ্ছিলেন লাল-সবুজ জার্সিধারীরা। তবে ম্যাচের ১৭ তম মিনিটে খেলার ধারার বিপরীতে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বক্সের বাইরে থেকে আলী ফাসিরের পাস থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
গোল হজম করে সমতায় ফেরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ৪২ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। লম্বা থ্রো ইনে খেলার কৌশলে পরিবর্তন এনে ছোট থ্রো ইন করেন বিশ্বনাথ। সেখান থেকে লম্বা করে বক্সে বল বাড়ান সোহেল রানা। তপু সেটা হেডেই পাস দেন রাকিবকে। রাকিবও দারুণ এক হেডে বল জালে জড়ান (১-১)। বিরতির পর ছন্দ ধরে রাখে লাল সবুজ জার্সিধারীরা। চাপ অব্যাহত রাখে মালদ্বীপের ওপর। ম্যাচের ৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন বসুন্ধরা কিংসের ফুটবলার তারিক কাজী। জটলার মাঝে কর্নার থেকে পাওয়া বলে হেড করেন তিনি। গোললাইন থেকে বল ফিরিয়ে দিলে দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়ান ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার। দলের হয়ে শেষ গোলটি করেন বদলি নামা বসুন্ধরা কিংসের আরেক ফুটবলার মোরসালিন। ৯০ মিনিটে বিশ্বনাথের বানিয়ে দেওয়া বল বক্সের ডানপাশে পেয়ে একজনকে কাটিয়ে চোখ ধাঁধানো এক গোল করেন মোরসালিন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।