সিলেট মহানগর মহিলা দলের সভাপতি ডেইজি সিনিয়র সহ-সভাপতি আসমা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ৭:৪৫:০২ অপরাহ্ন
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি এবং সিনিয়র সহ-সভাপতি পদে আসমা আলমকে মনোনীত করা হয়েছে।
গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠি’র মাধ্যমে সিলেট মহানগর মহিলা দলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে তাদের দায়িত্ব প্রদান করা হয়।
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা সিলেট মহানগর মহিলা দলকে আরো শক্তিশালী করার মাধ্যমে দলীয় কর্মসূচী এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে।
উল্লেখ্য, সভাপতি পদে মনোনীত নিগার সুলতানা ডেইজি দু’বার সিলেট জেলা ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতির দায়িত্ব পালন সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি