ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু ॥আরেক বোন হাসপাতালে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ৮:০০:০৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঈদের মাত্র দুদিন আগে পানিতে ডুবে দুই বোনকে জীবন দিতে হলো। এ ঘটনায় পরিবারের পাশাপাশি স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত দুই বোন ওই গ্রামের ময়না মিয়ার মেয়ে। তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী।
জানা যায়, ময়না মিয়ার ৩ মেয়ে মোছা. তাফসিয়া বেগম (৯), মোছা. তানজিনা বেগম (৪) ও মোছা. তায়িবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে গতকাল সোমবার দুপুরে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোছা. তানজিনা বেগম ও মোছাঃ তায়িবা বেগমকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অবস্থায় মোছা. তাফসিয়া বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পানিতে ডুবে দুই বোনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।