বাজার সিন্ডিকেট নিয়ে সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ৮:২৬:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাজার সিন্ডিকেট নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তিনি ব্যবসায়ী বলে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না বলেও অভিযোগ কারও কারও।
এর জবাব দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী দাবি করেছেন, তিনি ৫৪ বছর ধরে রাজনীতি করেন। রাজনীতিবিদ হিসেবেই তার মূল পরিচিতি। প্রধানমন্ত্রী চাইলে দায়িত্ব ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত বরাদ্দে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গণফোরামের মোকাব্বির খান বলেন, বর্তমান সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে গেলে মানুষের মুখে মুখে শোনা যায়, বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ এটিকে মানুষ সিন্ডিকটবান্ধব মন্ত্রণালয় বলে।
মোকাব্বির বলেন, অনেকে সংসদে বলেছেন, বাণিজ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত। কিন্তু আমি এভাবে বলতে চাই না। এত কিছুর পরও কেন আপনি পদত্যাগ করেন না।
এর জবাব দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, খুব ভালো কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, উনি (মোকাব্বির) দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে উনাকে দায়িত্বটা দিতে পারেন। কোনো সমস্যা নেই আমার।