সম্প্রীতির দেশ গড়তে শেখ হাসিনা বদ্ধপরিকর —–মন্ত্রী ইমরান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৯:০৭:২৯ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির দেশ গড়তে বদ্ধপরিকর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন। ঈদ উৎসবের ঐকান্তিক কামনা হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। তিনি গত শনিবার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আজকের ঈদ আড্ডা যেন রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ ও ছাত্রলীগসহ গোয়াইনঘাট উপজেলা ও প্রতিটি ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও এতে অংশ নেন। শনিবার বিকেল সাড়ে ৩ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ আড্ডা শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানে আগত প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, যুগ্ম সম্পাদক শামসুল আলম ও সুভাষ চন্দ পাল ছানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল ও ফরিদ আহমদ শামিম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য সুভাষ দাস, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।