শপথ নিলেন সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান ও কাউন্সিলররা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৯:২৮:২১ অপরাহ্ন
দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা। এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শুধু নগরভিত্তিক উন্নয়ন নয়, একেবারে তৃণমূল গ্রামের মানুষের যাতে আর্থ সামাজিক উন্নয়নটা হয় সেভাবে কাজ করছে। এ সময় তিনি পাঁচ সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। যে দলেরই হোক না কেন আপনারা সকলের জন্য কাজ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে দল-মত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও কৃষিসহ সবকিছুই স্মার্ট হবে। তাই দেশের কাক্সিক্ষত উন্নয়নে কাজ করতে হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি সবার প্রধানমন্ত্রী এবং দেশের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কে তার দল থেকে নির্বাচিত হয়েছেন, তা দেখেন না।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এলাকা দেখে কাজ করি না। প্রতিটি নাগরিকের উন্নতির জন্য কাজ করছি। এই প্রসঙ্গে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে শেখ বলেন, আমি যা কিছু করি জনগণের কল্যাণের জন্য করি। তিনি সকলকে নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতে পরিকল্পনা প্রণয়ন এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ ও সেবা করার আহ্বান জানান।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়। এরআগে রোববার বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হয়। শপথগ্রহণের লক্ষ্যে সব সিটি মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও রাজনৈতিক ঘনিষ্ঠজনরা ঢাকার বিভিন্ন হোটেল এবং স্বজনদের বাসাবাড়িতে উঠেন। তবে ব্যতিক্রম ছিল সিলেট সিটি কর্পোরেশন। নির্বাচিত মেয়র, ৫৬ জন কাউন্সিলর এবং কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী মিলিয়ে প্রায় ১০০ জনের বহর নিয়ে তারা অবস্থান করেন পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। সিলেট থেকে মেয়রসহ কাউন্সিলরদের গাড়ির বহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী শপথ নিলেও কবে দায়িত্ব নেবেন এ নিয়ে ধূম্রজাল রয়েছে। বিধি মোতাবেক আগামী ৮ অক্টোবর পর্যন্ত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ রয়েছে। ঐদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আনোয়ারুজ্জামান চৌধুরীকে। আবার এর আগেও দায়িত্ব নিতে পারেন তিনি।
শপথগ্রহণকারী সিসিকের ৪২ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন ১নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ লায়েক, ৪ নম্বর ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭ নম্বর ওয়ার্ডে সায়ীদ মো. আব্দুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব বাবলু, ১২ নম্বর ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম মুমিন, ১৫ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮ নম্বর ওয়ার্ডে এবি এম জিল্লুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমীন তৌহিদ, ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে আব্দুল রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে তৌফিক বক্স লিপন, ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮ নম্বর ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০ নম্বর ওয়ার্ডে রকিব খান, ৩১ নম্বর ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭ নম্বর ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০নম্বর ওয়ার্ডে লিটন আহমদ, ৪১নম্বর ওয়ার্ডে ফখরুল আলম এবং ৪২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান ।
এছাড়া, সিসিকের ১ জন ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরাও শপথ গ্রহণ করেন। তারা হলেন ১নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা, ২ নম্বর ওয়ার্ডে কুলসুমা বেগম পপি, ৩ নম্বর ওয়ার্ডে রেবেকা বেগম রেনু, ৪ নম্বর ওয়ার্ডে মোছা. রুহেনা খানম মুক্তা, ৫ নম্বর ওয়ার্ডে শাহানা বেগম শানু, ৬ নম্বর ওয়ার্ডে শাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে শারমিন আকতার রুমি, ৯ নম্বর ওয়ার্ডে ছমিরন নেছা, ১০ নম্বর ওয়ার্ডে আয়শা খাতুন কলি, ১১ নম্বর ওয়ার্ডে সাজেদা বেগম, ১২ নম্বর ওয়ার্ডে হাজেরা বেগম, ১৩ নম্বর ওয়ার্ডে ফাতেমা বেগম ও ১৪ নম্বর ওয়ার্ডে বাবলি আকতার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হোন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পান ৫০ হাজার ৮৬২ ভোট।