সুনামগঞ্জ ও কুলাউড়ায় ৫ ভাই-বোনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ১১:২৪:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ও কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদরে নৌকাডুবে ৩ শিশু ও মৌলভীবাজারের কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুসহ সর্বমোট ৫ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের ঘটনাটি গত রোববার বেলা ২টার দিকে এবং কুলাউড়ার ঘটনাটি ওই দিন সকালে ঘটে। মৃত্যুবরণকারীরা পরস্পর ভাই-বোন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ থেকে আমাদের সংবাদদাতা জানান, রোববার বেলা দুটার দিকে সদর উপজেলার লক্ষ¥ণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে তিন শিশু মারা যায়। তারা ভাই-বোন। মারা যাওয়া তিন শিশু হলো গোবিন্দপুর গ্রামের দিনমজুর সোহেল মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১২), মারজানা আক্তার (৫) ও ছেলে রাহিম মিয়া (৩)।
গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও লক্ষ¥ণশ্রী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মহিনুর ইসলাম জানান, সোহেল মিয়ার বাড়ি সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে গোবিন্দপুর গ্রামে। সড়ক থেকে বাড়ি খানিকটা দূরে হওয়ায় শুকনা মৌসুমে লোকজন পায়ে হেঁটে আর বর্ষায় নৌকার করে যাতায়াত করে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে এখন থৈ থৈ পানি। রোববার সকালে সোহেল মিয়া ও তার স্ত্রী পাশের শান্তিগঞ্জ উপজেলায় ঋণ উত্তোলনের কাজে যান। দুপুরের দিকে পানি বেড়ে বাড়ির উঠানে প্রবেশ করলে ঘরে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে একটি ছোট নৌকা নিয়ে তিন ভাই-বোন আরেকটি বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এ সময় নৌকায় তাদের আরেক ভাই নাইম আহমদও (১০) ছিল। তারা চারজন যখন নৌকা দিয়ে যাচ্ছিল, তখন প্রচ- বৃষ্টি হচ্ছিল। নৌকাটি মাঝপথে গিয়ে ডুবে যায়। তখন নাইম আহমদ সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য তিনজন ডুবে যায়। নাইম তখন গ্রামের লোকজনকে বিষয়টি জানালে তারা গিয়ে পানি থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেন।
গ্রামের বাসিন্দা ফুয়াদ আহমদ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। গত বছর সোহেলের আরেক ছেলে সাইম আহমদ (১৫) বজ্রপাতে মারা যায়। এবার তিন ছেলে-মেয়ে একসঙ্গে মারা গেল।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নৌকা ডুবে তিন ভাই বোনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শিশুদের বহনকারী নৌকাটি ডুবে যায় বলে জানান ওসি।
কুলাউড়া (মৌলভীবাজারের) প্রতিনিধি জানান, কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে হাসান (৪) ও হাবিবা (২) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়। রোববার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।
পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। রোববার সকাল ৯টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলাধুলা করছিল।
একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে মাতম চলছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।