সিলেটে জুনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ১১:৩০:০১ অপরাহ্ন
একদিনে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতেরও রেকর্ড
মোহাম্মদ সিরাজুল ইসলাম : গতবারের ধারাবাহিকতায় এবারও সিলেটে জুন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এ মাসে সিলেটে ১৩৬৫.০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৫৪৭.০৩ মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছে। অর্থাৎ এ মাসে শতকরা ৬৬ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে। এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮১৮.০৪ মিলিমিটার। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে সিলেটে ১৪৫৬.০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা ১৯৫৬ সালের পর এক মাস ও বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছিল সিলেট আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা এজন্য আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছিলেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ওই বছরের জুন মাসে স্বাভাবিকের চেয়ে ৬৩৭.৬২ মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছিল। ওই বছরের জুন মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ছিল-৮১৮.৪ মিলিমিটার। অর্থাৎ গেল বছর শতকরা ৭৮ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছিল।
সিলেট আবহাওয়া অফিসের তৎকালীন সিনিয়র আবহাওয়াবিদ ও বর্তমানে ঢাকায় কর্মরত সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে গত কয়েক বছর ধরে ‘চরম’ আবহাওয়া বিরাজ করছে। অর্থাৎ, এ অঞ্চলে অল্প সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে আমাদের সিস্টেমেও ব্রেক (ভাঙন) ধরছে। তিনি বলেন, আমাদের দেশে সচরাচর প্রি মনসুন মার্চ, এপ্রিল ও মে মাসে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু, এখন দেখা যাচ্ছে, প্রি মনসুনের বাইরেও বেশি বৃষ্টিপাত হচ্ছে।
২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
সিলেটে গত ২৪ ঘণ্টায়(রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) ৩০৭.০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে ইতোপূর্বে একদিনে এর চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও এ মৌসুমের ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সোমবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটের বৃষ্টিপাতের মধ্যে রয়েছে- রোববার সকাল ৬টা -৯টা ৪ মিলিমিটার, ৯টা-১২টা ১৮, ১২টা-৩টা ১৩০, ৩টা-৬টা ০.৪, রাত ৯টা-১২টা ৪৫, রাত ১২টা-৩টা ৫৫, রাত ৩টা- সোমবার ৬টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে ৯টার মধ্যে কোন বৃষ্টিপাত হয়নি। এছাড়া, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, সিলেটে ২০০৪ সালের ৬ জুন একদিনে সর্বোচ্চ ৩৬২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। একদিনে ১৯৫৮ সালের ২০ জুন ৩৩৬ মিলিমিটার এবং ১৯৮৭ সালের আগস্টে ৩০২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে এ অঞ্চলের। এছাড়া, ২০২২ সালের ১৮ জুন সিলেটে একদিনে সর্বোচ্চ ৩০৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সিলেট-এর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, সিলেটের প্রধান নদী সুরমা-কুশিয়ারা এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তিনি বলেন, উজানে বৃষ্টি হলে সিলেটের নদ-নদীগুলো দিয়ে পানি নামা অব্যাহত থাকে। আজ মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন এ প্রকৌশলী।