সিলেট মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা
বিএনপি’র বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ———–নাসিম হোসাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ১১:৩৩:৪৪ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আগামী ৯ তারিখে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। নারী নেত্রীরাও সফলভাবে তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করে বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জোরালো ভূমিকা রাখছে।
গতকাল সোমবার বিকেলে নগরীর তাঁতীপাড়ায় সিলেট মহানগর মহিলা দল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি আসমা আলম, মিনারা হোসেন, বিলকিস জাহান চৌধুরী, হাসিনা রহমান হেনা, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরীন, শিখা হাওলাদার, শারমিন আক্তার, ফরিদা আখতার চৌধুরী, শাহানা বেগম, সামিরা বেগম প্রমুখ।
সভার শুরুতে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাফিয়া খাতুন মনিকে দায়িত্ব প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি