ছাতকে মতবিনিময় সভায় মিজানুর রহমান চৌধুরী
জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ১১:৩৯:১৫ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, জনগণের আস্থা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। তবেই ১০০ ভাগ ভোটার ভোট দিতে আগ্রহী হবেন। এদেশের মানুষের অধিকার ফিরে পাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। তারা বাংলাদেশকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিঃস্ব করেছে।
আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা যুবদল আহবায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে ও মাসুক আহমদ ও হাবিবুর রহমান সুজনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবুল হাসনাত, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান নুরুল আলম, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গুলাম হোসেন শাকিল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, সদস্য আনোয়ার হুসেইন সাগর, ছাতক উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সম্পাদক জিল্লুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরশাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক আবু শামিম, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, যুগ্ম আহবায়ক কামাল আহমদ তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, সদস্য আজিজুর রহমান আয়েছ, কামাল আহমদ, নাজিম আহমদ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেইন আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, সদস্য আনোয়ার হুসেইন, সদস্য মারুফ এলাহি সোহেল, সদস্য শাকিল আহমেদ, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহির, উপজেলা সদস্য আমির আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি