সাদা পাথরে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ১১:৪৩:১১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক আব্দুস সালামের (২৩) সন্ধান গত ৩০ ঘণ্টায়ও মেলেনি। গতকাল সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গত রোববার বেলা আড়াইটার দিকে ভোলাগঞ্জের জিরো পয়েন্ট (সাদা পাথর) এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সালাম। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।
সালামের সঙ্গে ঘুরতে আসা সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল ¯্রােতে ছালাম নিখোঁজ হন। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁর খোঁজ মিলেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে এখনো তাঁকে পাওয়া যায়নি।