গরু বিক্রির টাকা আনতে গিয়ে নিখোঁজ কিশোর, সন্ধান মেলেনি এক সপ্তাহেও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ৯:১০:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেটের গোলাপগঞ্জে গরু বিক্রির টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরের সন্ধান মেলেনি এক সপ্তাহেও। তার নাম মো. ফাহিম আহমদ (১৭)। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে। গত রোববার নিখোঁজ হয় ফাহিম। এ ঘটনায় ফাহিমের বাবা বিলাল উদ্দিন সোমবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর ১২টার দিকে (২৫ জুন) গরু বিক্রি করার টাকা আনতে স্থানীয় শিলঘাটে যায় ফাহিম। এরপর দুপুর আড়াইটার দিকে যে ব্যক্তি গরু ক্রয় করেছেন তিনি ঢাকাদক্ষিণ এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফাহিমের হাতে ৫০ হাজার টাকা দেন। বিষয়টি তাৎক্ষণিক ফাহিম তার বাবাকে জানায়। এরপর থেকে সে টাকাসহ আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি তার পরিবার।
ফাহিমের বাবা বেলাল আহমদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলের খোঁজ পেয়ে থাকলে আমার সাথে (মোবাইল নম্বর ০১৮২০-২৮১২৬৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া গোলাপগঞ্জ থানায়ও যোগাযোগ করার আহ্বান জানাই।’