আইনজীবীরাই বলে বেড়ান জজ সাহেব ঘুষ খেয়েছেন ——–বিচারপতি ওবায়দুল হাসান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ৯:৪২:২৮ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে সংবাদদাতা ঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বেঞ্চ ও বারের সম্পর্কের প্রধান অন্তরায় হচ্ছেন আইনজীবীরাই। একটি মামলায় দুই পক্ষ হয়, এক পক্ষ জিতে আরেক পক্ষ হারে। এটি খুব স্বাভাবিক। যিনি হারলেন তিনি ধরেন, আমার হয়তো মামলায় পয়েন্ট ছিল না তাই হেরে গেছি। অত্যন্ত ভাল। একথা না বলে-তিনি যদি বলে বেড়ান, জজ সাহেব ঘুষ খেয়েছেন। তবে এটা সর্বনাশ। এটা যদি বলেন কোন আইনজীবী, তাহলে তার মক্কেল সেটা বিশ^াস করবে।
গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মৌলভীবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরের সভাপতিত্বে তিনি আরো বলেন, আমি অনেক দেখেছি, মামলায় হেরে অনেক আইনজীবীই বলে বেড়ান, জজ সাহেব ঘুষ খেয়েছেন। আইনজীবী যদি এটি না বলেন তাহলে জজের বিরুদ্ধে এই অপবাদ আসে না। একটা পরিসংখ্যান আছে সারাদেশে শতকরা ৯৭-৯৮ ভাগ জজ সৎ।
তিনি বলেন, বর্তমান পার্লামেন্টে সম্ভবত আইনজীবীর সংখ্যা ১৭-১৮ জন হবেন। একসময় এই আইনজীবীর সংখ্যা ছিল অনেক। আইনজীবী বা আইনের ব্যাকগ্রাউন্ড ছিল এরকম-৭০-৮০ জন। কিন্তু এখন পার্লামেন্টের অবস্থা কি ? রাজনীতিতে সচেতন হতে হবে, রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আইনজীবীদের সমাজ পরিবর্তনে অংশ নিতে হবে। সেজন্য প্রত্যেক আইনজীবীকে তৈরি হতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্ত, সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, জিপি আব্দুল খালিক ও পিপি নিখিল রঞ্জন দাস প্রমুখ।