চুনারুঘাটে আবারও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৯:২৯:১২ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীতে যাতায়াতের একমাত্র সেতু আবারও ভেঙে গেছে। গত মঙ্গলবার বাঁশ বেত দিয়ে মেরামত করা একমাত্র সেতু ভেঙে যাওয়ায় পল্লীর ২৬টি পরিবার এলাকা ছেড়ে বের হতে পারছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরা পরিবারের লোকজন।
ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মন জানান, বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা ঘর থেকে গরু-বাছুর নিয়ে বের হতে পারব না। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, সেতুটি বাঁশ বেত দিয়ে মেরামত করে দেয়া হয়। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও সেতুটি ভেঙে যায়। শীঘ্রই মেরামত করে জরুরি ভিত্তিতে যাতায়াতের ব্যবস্থা করা হবে। তবে গার্ডওয়াল না করলে সেতু বারবারই ভেঙে পড়বে। তাই প্রথমে গার্ডওয়াল করতে হবে। পানি উন্নয়ন বোর্ডে গাইডওয়াল নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।