নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৯:৩৮:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রায় ১০ বছর পর ঢাকায় সমাবেশের অনুমতি পাওয়ার পর এবার সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে এসএমপি কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছে জামায়াতের একটি প্রতিনিধি দল।
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুলাই, শনিবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এ সমাবেশের আহ্বান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে প্রস্তুতির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার কার্যালয়ে যান।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমদের সাথে দেখা করে আবেদনপত্র জমা দেন ও শান্তিপূর্ণ সমাবেশ সফলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও অ্যাডভোকেট আজীম উদ্দিন।
জামায়াতের আবেদনের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, আমি এখনো তাদের আবেদনপত্রটি পাইনি। অফিসে খোঁজ নিয়ে দেখবো। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানানো হবে।