আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৯:৪২:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। মূলত, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তার এ সফর।
নয়া দিল্লির গুরত্বপূর্ণ এই কূটনীতিকের ঢাকা সফরকে ঘিরে নানা আলোচনা রয়েছে কূটনৈতিক মহলে। বিশেষ করে, চলতি মাসের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সফরের আগে এ সফর হতে যাওয়ায় মূলত আলোচনার জন্ম দিয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, তিনি শুধুমাত্র বিমসটেক ইস্যুতে ঢাকা সফরে আসছেন।
জানা গেছে, সংক্ষিপ্ত সফরে সৌরভ কুমার আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছুবেন। সফরের শুরুর কর্মসূচিতে সৌরভ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। পরে নয়া দিল্লির পররাষ্ট্র সচিব (পূর্ব) যাবেন বিমসটেকের কার্যালয়ে। সেখানে তিনি বৈঠক করবেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ বর্তমান দায়িত্বের আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।