দেশ এখন নারকীয় সন্ত্রাসের বৃত্তের মধ্যে আবদ্ধ: মির্জা ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ৯:৪৮:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : “দেশ এখন নারকীয় সন্ত্রাসের বৃত্তের মধ্যে আবদ্ধ” বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলমগীর।
কক্সবাজারের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম জ্যোতি ভিক্ষুকে ছুরিকাঘাতের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে গতকাল বুধবার তিনি এ মন্তব্য করেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বানও জানান মির্জা ফখরুল।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান সরকারের আমলে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে কোন বাংলাদেশিরই সহায়-সম্পত্তি, জান-মাল নির্বিঘেœ চলাচলের কোনো নিরাপত্তা নেই। দেশ এখন নারকীয় সন্ত্রাসের বৃত্তের মধ্যে আবদ্ধ। জনসমর্থনহীন সরকারের একমাত্র অবলম্বনই হচ্ছে সহিংস সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা। তাদের টিকে থাকার একমাত্র গ্যারান্টি হচ্ছে জনসমাজে আতঙ্ক সৃষ্টি করে ভয়ের পরিবেশ বজায় রাখা।”
তিনি বলেন, “একদিকে, দেশব্যাপী ডেঙ্গু রোগের ব্যাপক বিস্তারে মানুষের মৃত্যু ও দুর্ভোগে সরকারের অবহেলায় ক্ষুব্ধ জনগণ। অন্যদিকে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সারাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, তখন জনদৃষ্টিকে ভিন্ন দিকে ফেরাতেই বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম জ্যোতি ভিক্ষুকে ছুরিকাঘাতে আক্রান্ত করা একটি সু-পরিকল্পিত ঘটনা। এহেন একজন শ্রদ্ধেয় ধর্মগুরুকে শারীরিকভাবে আহত করা কেবলমাত্র আওয়ামী শাসন আমলেই সম্ভব।”
তিনি বলেন,“এ পরিস্থিতির অবসান ঘটাতে দল মত নির্বিশেষে সকল গণতন্ত্রকামী মানুষকে একযোগে রাস্তায় নেমে আসতে হবে। জনসমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতি ফিরিয়ে আনতে দেশের প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণের জন্য সবাইকে জোরালো কণ্ঠে আওয়াজ তুলতে হবে।”