সিলেটে তারুণ্য সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে —-ব্যারিস্টার এম এ সালাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ১০:১২:২৬ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, ৯ জুলাই তারুণ্য সমাবেশ উপলক্ষে সিলেট জনসমুদ্রে পরিণত হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সিলেটের তারুণ্য সমাবেশে উপস্থিত থাকতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল বুধবার বিকেলে সিলেটে তারুণ্য সমাবেশকে সফল করে তুলতে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত প্রচার মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার এম এ সালাম বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। শেখ হাসিনার সরকারের পায়ের নিচে আর মাটি নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মাসুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তফজ্জুল আলী, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সহিদ পংকি, বিএনপি নেতা হাজী ইউনুস আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, কাওসার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, মন্টু কুমার নাথ, শামীম আহমদ নাজির, রাছেল আহমদ, মিছবা উদ্দিন, নুরুল হোসেন সুজন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রাছেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ নেতৃবৃন্দ। প্রচার মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি