রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের উদ্যোগের প্রশংসা পররাষ্ট্রমন্ত্রীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ১:৫৬:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ত্রিপক্ষীয় কাঠামোর আওতায় চীনের উদ্যোগের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ বিষয়ে কথা বলেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কোভিড মোকাবিলায় বাংলাদেশের সফলতার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এবং কোভিড প্রতিরোধে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতার প্রশংসা করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘অনাকাঙ্কিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশার শিকার হচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেন সংলাপ ও শান্তিপূর্ণ কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে যুদ্ধ দ্রুত থেমে যাবে।
মধ্যপ্রাচ্যে ইতিবাচক পরিবেশ তৈরিতে চীনের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং আশা করেন, এই ভূমিকা ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালন করবে চীন।