ফেঞ্চুগঞ্জে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬টি ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৪:৪৫:০৪ অপরাহ্ন
আজ উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী
সিএম ইউনুস ও তাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ: সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। বিকেল ৪টায় প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। নতুন প্রশিক্ষণ কেন্দ্রে ৬টি ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন স্থানীয় তরুণ-যুবকরা। ফেঞ্চুগঞ্জ হাইওয়ে সড়কের পার্শ্বে ৩টি সুরম্য ভবনসহ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে এখন পর্যন্ত সবমিলিয়ে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ২৫ কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানান, ফেঞ্চুগঞ্জ হাইওয়ে সড়কের পার্শ্বে মল্লিকপুর মৌজায় ১ দশমিক ৫০ একর জমির উপর স্থাপিত হয়েছে এ টিটিসি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে-৪ তলা একটি একাডেমিক ভবন, ৩ তলা ডরমিটরি এবং ৪ তলাবিশিষ্ট শিক্ষকদের আবাসিক ভবন। প্রতিষ্ঠানের সুরম্য ভবন এবং দৃষ্টিনন্দন গেইট ও সীমানা প্রাচীর-এলাকাবাসীকে দারুণভাবে আকৃষ্ট করছে। এরই মধ্যে একজন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬টি ট্রেডে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। ট্রেড সমূহের মধ্যে রয়েছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকনিশিয়ান (কম্পিউটার অপারেশন), অটো মেকানিক্স ডিজেল ইঞ্জিন, মেশিন টুলস অপারেশন এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং (আরএসি)। ৬ মাসের কোর্সে প্রতিটি ট্রেডের প্রতি ব্যাচে ১৬০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন।
বিদেশ গমনে ইচ্ছুক বিশেষ করে হাউস কিপিং ভিসায় বিদেশগামী মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হবে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। তাদের জন্য রয়েছে-আলাদা ২ মাসের ট্রেনিং। এছাড়া, বিদেশগামী সকল কর্মীদের কাঙ্খিত দেশের সংস্কৃতি, আচার আচরণ ও ভাষা বিষয়ে ৩দিনের ওরিয়েন্টেশন কার্যক্রমও এই কেন্দ্রে পরিচালিত হবে বলে জানান নতুন নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহিম।
অধ্যক্ষ জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে গ্রহণ যোগ্য। এছাড়া, এখানে প্রশিক্ষণ নেয়ার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটি এসেসমেন্ট টিম আসে। তাদের এসেসমেন্টে যারা উত্তীর্ণ হন-তাদের আরো একটি এসেসমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় সেটিও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তিনি বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে সরকার। এখানে বেকার যুবক ও যুবতীরা প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে দেশ বিদেশে কাজ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানের দাওয়াতপত্রে উল্লেখ করা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন, সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা।
প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল হক চৌধুরী জানান, দেশে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করে তাদের বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। ফেঞ্চুগঞ্জ টিটিসি উদ্বোধনের পরে একাডেমিক কার্যক্রম শুরু হয়ে যাবে। ইতিমধ্যে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। শিগগিরই শিক্ষকসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও প্রশিক্ষণ যন্ত্রপাতি স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।