আদালত থেকে ফেরার পথে হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ২:৪৪:৫৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ আদালত থেকে বাড়ি ফেরার পথে শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের যুবকের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারের মূল পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়কলস ইউনিয়নের সাবেক সদস্য শামসুন নূরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, হামলার শিকার মুহিবুর রহমান মানিক একজন সজ্জন ব্যক্তি। তিনি এবং তার চাচা ছনি মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন।
সমাজকর্মী মনছুর আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী সোহেল মিয়া, আবদুল মজিদ, রঞ্জিত সূত্রধর, ফরিদ আহমদ, লুৎফুর রহমান, শহিদুল ইসলাম মুন্সি, ছালিক আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী শাহিদ মিয়া, নুরুল আমিন, সাব্বির আহমদ, শিব্বির আহমদ, হেলাল আহমদ, সবুজ মিয়া, কমর উদ্দিন, ছুরত জামাল বকুল, রহিম বক্স, ছুরকুম আলী, মফিজুল ইসলাম, কামাল মিয়া, মুক্তার আলী, সাইফুল ইসলাম, আলীম উদ্দিন, তানজিব আহমদ, জুয়েল মিয়া চৌধুরী, হাবিব মিয়া, মাসুম মিয়া, খায়রুজ্জামান মামুন, আকিকুর রহমান, কামাল মিয়া, আবু সালেহ, জুনেদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার বেলা ২টায় সুনামগঞ্জ আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী কায়দায় হামলার শিকার হন শান্তিগঞ্জ থানার শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সমাজকর্মী মুহিবুর রহমান মানিক (৩২) ও তার চাচা ছনি মিয়া (২৬)। হামলাকারীরা তাদের কুপিয়ে গুরুতরভাবে জখম করে। আহত দু’জনই চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি আছেন। একই গ্রামের মামলার বাদী মতিউর রহমান মতি এ হামলার সাথে জড়িত বলে দাবি করেছেন আহতরা।