১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
সরকারের পদত্যাগের ঘোষণা ছাড়া সংলাপে বসবে না বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৩:২১:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পদত্যাগের ঘোষণা ছাড়া সংলাপের প্রশ্নই আসে না।
গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, একটা তত্তা¡বধায়ক বা নিরপেক্ষ যাই বলুক না কেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তার আগে এই সরকারকে সবার আগে পদত্যাগের ঘোষণা দিতে হবে। এ ছাড়া সংলাপের কোনো প্রশ্ন আসে না। জনগণের অধিকার, বাকস্বাধীনতা এগুলো পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলন করছি। এরই মধ্যে আমাদের আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার এই বছরই একটি পাতানো নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। পাতানো নির্বাচন এ দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে যদি আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসে তাহলে আমরা তাদের স্বাগত জানাব। আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের ওপর নির্ভর করবে জাতির অস্তিত্ব থাকবে কি থাকবে না, জাতির স্বাধীনতা থাকবে কি থাকবে না, জাতি একটি কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে পারবে কি পারবে না। সেজন্য আমরা বলেছি, নির্বাচনটা অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে।