পরীক্ষামূলকভাবে আজ মতিঝিল যাবে মেট্রোরেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৩:৪০:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : আজ শুক্রবার থেকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। বিকেল ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূকভাবে মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, পরীক্ষামূলক যাত্রার অংশ হিসেবে আজ শুক্রবার থেকে ট্রেনের পারফরম্যান্স টেস্ট শুরু হবে। এমআরটি-৬ লাইনের আগারগাঁও থেকে বিজয় স্মরণী, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় স্টেশন হয়ে ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে। এরপর ইন্টিগ্রেশন এবং ফাংশনাল টেস্ট হবে। এরপর হবে ট্রায়াল রান। তারপর যাত্রী পরিবহন শুরু হবে।