গোলাপগঞ্জের প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মালিকের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ৩:৫৬:২২ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জের প্রবীণ আওয়ামীলীগ নেতা, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিক আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ জুম্মা ভাদেশ্বর দক্ষিণভাগ (মোকামবাজার) জামে মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। তিনি দীর্ঘ দিন থেকে দূরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, প্রবীণ আওয়ামী লীগ নেতা, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগ নেতা গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।