নগরীতে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল
‘কুরআনের অবমাননা কোনো মুসলমান মেনে নিতে পারে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৪:২৭:০৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানবতার মুক্তিসনদ। মুসলমানেরা পবিত্র কুরআনকে তাদের জীবনের চাইতে বেশী ভালবাসে। সম্প্রতি রাষ্ট্রীয় মদদে সুইডেনের স্টকহোমে কুরআনে অগ্নিসংযোগ মুসলিম উম্মাহর বুকে চুরিকাঘাতের শামিল। ঐ দেশে অতীতেও কুরআনের অবমাননা করা হয়েছে। বিশ্ব মুসলিমের নিরবতার কারণে সুইডেন বার বার কুরআন অবমাননার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ব মুসলিমকে সাহসী ও কার্যকর উদ্যোগ নিতে হবে। কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সুইডেন সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ মুসলিম উম্মাহের ক্ষোভের আগুনে সুইডেনের মুসলিম বিদ্বেষীরা পুড়ে ছারখার হয়ে যাবে।
গতকাল শুক্রবার বাদ জুম’আ নগরীর সিটি পয়েন্ট ও চৌহাট্টা পয়েন্টে সুইডেনের স্টকহোমে রাষ্ট্রীয় মদদে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
বক্তারা আরো বলেন, সুইডেনে কুরআন অবমাননায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ । আমাদের সরকারও এর নিন্দা জানিয়েছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। ঈমানের দাবিতে বিক্ষোভের মাধ্যমে সিলেটের ধর্মপ্রাণ মুসলমান প্রমাণ করেছে কুরআন অবমাননা সিলেটবাসী মেনে নেবেনা।
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, চৌহাট্টায় পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী ও মাওলানা মাশুক আহমদ। এসময় উপস্থিত ছিলেন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শেখ হোসাইন আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ শেখ নূর আহমদ, হাফিজ মাওলানা হাফিজুর রহমান, ক্বারী আব্দুল বাসিত মিলন ও মাওলানা গিয়াস উদ্দীন রাজু প্রমুখ।-বিজ্ঞপ্তি