সুনামগঞ্জ শহরে দিন দুপুরে ছিনতাই ॥ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৪:১২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ শহরে প্রকাশ্যে দিনে দুপুরে চিনির বস্তা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাকিব শহরের আরপিন নগরের মোসাদ্দেক হোসেন মছুর পুত্র।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের ডাককে জানিয়েছেন, সাকিব নামে একজনকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইয়ের ঘটনায় সাকিব জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে তাকে রিমান্ডের আবেদন করা হবে।
জানা গেছে, বিশ্বম্ভরপুরের চেংবিল এলাকার মৃত আকবর আলীর পুত্র মুদি দোকানি মানিক মিয়া গত ৪ জুলাই মঙ্গলবার দুপুরে মথুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জ শহরে বিক্রির উদ্দেশ্যে ৫০ কেজি ওজনের ৮ বস্তা চিনি নিয়ে আটোরিক্সা যোগে রওয়ানা হন। দুপুর প্রায় সোয়া ১২ টার দিকে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ বিজিবি ক্যাম্প এলাকায় কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে পৌঁছুলে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত চিনি বহনকারী অটোরিক্সাটি থামাতে সিগন্যাল দেয়।
অটোরিক্সা থামানোর সাথে সাথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিএনজি চালক কামরুল ইসলামের গলায় ধারালো অস্ত্র ধরে এবং তাদের কথামতো গাড়ি চালাতে বলে। তাদের কথা অনুযায়ী সিএনজি নিয়ে হাজীপাড়ায় একটি চায়ের দোকানের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর ওই দোকানের ভেতরে নিয়ে কামরুলের পিঠে চাকু দিয়ে আঘাত করে এবং মানিককে কিল, ঘুষি, লাথি মেরে চুপ থাকার জন্য বলে। এসময় দুর্বৃত্তরা আরেকটি অটোরিক্সা এনে ৮ বস্তা চিনি নিয়ে মরাটিলা সড়কের দিকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার শিকার ব্যবসায়ী মানিক মিয়া স্থানীয় লোকজনকে পুরো ঘটনার বর্ণনা দেন। পরে সদর থানা পুলিশকে চিনি ছিনতাইয়ের বিষয়টি অবগত করেন। এরপর তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইয়ের ঘটনায় মেহেদী হাসান সাকিবকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী মানিক মিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৯।