ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না —ইমরান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৪:২৫:২৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ‘এখন দক্ষতার যুগ। দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ নবনির্মিত ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি আরও বলেন, কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এখন বিদেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি আসে। টিটিসি’র প্রশিক্ষণার্থীরা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন। দক্ষ শ্রমিকেরা বিদেশে গেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
গতকাল শুক্রবার বিকেলে টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন। মন্ত্রী ইমরান আহমদ এমপি ফেঞ্চুগঞ্জে টিটিসি প্রতিষ্ঠায় মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন, সাফল্য অর্জন করতে হলে লেগে থাকতে হয়। নিবেদিতপ্রাণ হলে জনগণের ভালোবাসা পাওয়া যায়।
অকৃতজ্ঞ জাতি কখনো উন্নত হতে পারে না উল্লেখ করে তিনি সরকারের দৃশ্যমান উন্নয়নের কথা স্বীকার করা ও প্রচারের আহবান জানান। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী ফলক উন্মোচন করে দোয়ায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট – ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, টিটিসি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ সাইফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট -৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বৃহত্তম হাওর হাকালুকিকে কেন্দ্র করে ফেঞ্চুগঞ্জে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যে তিন কোটি টাকা বরাদ্দের আশ্বাস পাওয়া গেছে। তিনি ফেঞ্চুগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের দাবি জানান। এসময় মন্ত্রী ফেঞ্চুগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের আশ্বাস প্রদান করেন।
প্রাক্তন ছাত্রনেতা, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন এবং ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন উত্তম কুমার চৌধুরী।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাইলট প্রকল্পের আওতায় সারাদেশে ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। সিলেট বিভাগের মধ্যে একমাত্র ফেঞ্চুগঞ্জ টিটিসি উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রটি স্থাপনে এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২০ সালের ১২ জানুয়ারী ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।