তরুণরা যখনই জেগে উঠে, তখন যেকোন আন্দোলন সফল হয় —-আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ৪:৩৬:৫১ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তরুণরা যখনই জেগে উঠে, তখন যেকোন আন্দোলন সফল হয়। এই সরকারের আমলে জনগণের মৌলিক অধিকার নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশের জনগণ এই অবৈধ সরকারের পতন চায়। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। আজ বিএনপির সঙ্গে জনগণ রাজপথে নেমে এসেছে। যুবসমাজের অধিকার আদায়ের জন্য সারাদেশের ন্যায় সিলেটে তারুণ্যের সমাবেশে দলমত নির্বিশেষে যোগ দিয়ে এই সরকার পতন আন্দোলন বেগবান করতে হবে।
গতকাল শুক্রবার রাতে নগরীর দরগা গেইট এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাদিক মিয়া ও সাধারণ সম্পাদক নাজির হোসেনের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সহ সভাপতি মাসুক এলাহী, জেলা শ্রমিক দল নেতা নুরুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সভাপতি ইউনুছ মিয়া, শ্রমিক দল নেতা লিটন আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ সাব্বির আহমদ, সহ সভাপতি হাবিবুর রহমান, রফিকুর রহমান, তানভির রহমান, আমিনুল
হক, সহ সাধারণ সম্পাদক কাজী শাহরিয়ার পাপ্পু, সহ সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ, ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক আল হেলাল, প্রচার সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ কামাল আহমদ, মহিলা সম্পাদক সৈয়দা তানিয়া, নাজু বেগম, রুজি বেগম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক রাজিব আহমদ, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক হাসান মো. বাবলু, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম আলী জাহেদ শাহ, আপ্যায়ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য সুহেল, আনোয়ার আলী বাইন উদ্দিন, কেনু মিয়া, দুলাল মিয়া, মুক্তার মিয়া, এনাম, জুবের আহমদ, মো. শহীদ মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি