সিলেটে আইজিপি’র মতবিনিময়
বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান করার তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৪:৩৯:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম বিট পুলিশের কার্যক্রমকে আরো সেবাধর্মী এবং বেগবান করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয়; তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তিনি সকল পুলিশ সদস্যদের আরো সততা, নিষ্ঠা, সতর্কতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনানুগভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন। পাশাপাশি তাদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্মবান হবার আহ্বান জানান।
গতকাল শনিবার এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি দুর্নীতি- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান এসএমপি পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম। এসএমপি কমিশনার ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম। উপস্থিত ছিলেন আর আর এফ সিলেটের কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) এম এ জলিল, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদস্থ অফিসার ও ফোর্সবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করেন, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।