গোয়াইনঘাটে কর্মীসভায় মন্ত্রী ইমরান আহমদ
নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৪:৪২:২৮ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আজকের যৌথ কর্মীসভায় বিপুল মানুষের সমাগম প্রমাণ করে দলের শেকড় কতটা বিস্তৃত ও মজবুত। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী যে কোন কর্মী হতে পারে। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্বাস করে যাকে মনোনয়ন দেবেন, আমাদের সকলকেই তার পক্ষে কাজ করতে হবে। এছাড়াও মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান।
গতকাল শনিবার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে।
নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সদস্য নাছির উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, উপজেলা যুবলীগ নেতা সোহান দে,
চেয়ারম্যান শামীম আহমদ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাবুল, আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগ নেতা সোহেল আহমদ প্রমুখ।