আলীয়া মাদ্রাসা মাঠে যুবদলসহ তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৪:৪৭:১৯ অপরাহ্ন
মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এ সমাবেশ ॥ সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন টুকু
ডাক ডেস্ক : বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ রোববার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ সফলে গত এক সপ্তাহ ধরে প্রচারণা চালাচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ। সমাবেশে গত সাড়ে ১৪ বছরে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত-বঞ্চিত যুবকেরা বক্তব্য রাখবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
এদিকে, সমাবেশ উপলক্ষে গতকাল শনিবার সিলেটের এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের ক্ষেত্রে মেধা-যোগ্যতা বিবেচনা না করে, দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন-এই বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন।
সংবাদ সম্মেলনে টুকু আরো বলেন, ‘সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারেননি। গত ১৫ বছরে দেশে চার কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছেন না। মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পরিবার আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় চাকুরি হচ্ছে না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে আওয়ামীকরণ করা হয়েছে। দেশ ও জনগণের পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। এই বন্দিশালা থেকে দেশবাসীকে মুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় দেশের তরুণ সমাজ জেগে উঠেছে। এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাসহ সকল ন্যায্য অধিকার বাস্তবায়নেই তারুণ্যের সমাবেশ। অধিকার আদায় করেই তরুণ সমাজ ঘরে ফিরবে।’
সালাউদ্দিন টুকু তারুণ্যের সমাবেশ সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোপূর্বে দেশের অন্যান্য জায়গায় যখন সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন; তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
টুকু বলেন, সমাবেশকে সামনে রেখে সাত দিন ধরে সিলেটে লিফলেট বিতরণ ও প্রচারণা চলছে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সরকারি দলের অঙ্গ সংগঠনের কোনো আয়োজন সমাবেশে বাধা হবে না বলে তিনি আশাবাদী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. স¤্রাট হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব ও সদস্য সচিব আফসর খান।