গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৫:০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত ১টায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর বড় ছেলে ডা: নূরে আলম শামীম সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেটের ডেপুটি সিভিল সার্জন ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বাথরুথে পা পিছলে অসুস্থ হবার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে গতরাতে তার মৃত্যু হয়। গতরাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জানাজার নামাজের সময় নির্ধারণ হয়নি।
মোহাম্মদ ইব্রাহীম ১৯৪৪ সালে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বৌলগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা হাজির আলী দেওবন্দী লাউনাউট মাদ্রাসার দীর্ঘকালীন শায়খুল হাদীস ছিলেন। মাতা নূরজাহান বেগম।
অত্যন্ত সদালাপী ও সজ্জন মোহাম্মদ ইব্রাহীম ১৯৬৪ সালে দরবস্ত হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। তিনি ১৯৬৮সালে এমসি কলেজ থেকে ¯œাতক ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি ১৯৮৮ সালে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্বরত ছিলেন।
গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ জানান, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।