চুনারুঘাটে মাদক পাচারকারীদের হামলায় বাবা-মেয়ে আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৫:০৭:০৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জের চুনারুঘাটে মাদক পাচার কারীদের হামলায় বাবা-মেয়ে আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ২টায় উপজেলার ভারত সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের কাছে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুল কুদ্দুছ গাজী (৩৭) ও তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১০)।
জানা যায়, শনিবার বেলা ২টায় উপজেলার বাল্লা স্থলবন্দরের কাছে টেকেরঘাট গ্রামের মৃত আবুল হোসেন গাজীর ছেলে শফিক গাজী সোহাগ ও একই গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে আবুল হোসেন গাজী গাঁজা পাচার করছিল। এ সময় মৃত নূর আলী গাজীর ছেলে ডাক পিয়ন আব্দুল কুদ্দুছ গাজী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক পাচারকারীরা আব্দুল কুদ্দুছ গাজী ও তার মেয়ে আকিবুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ইমা আক্তার কে মারধর করে। আহতদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।