জৈন্তাপুরে শোকের ছায়া
দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৫:১১:৫৬ অপরাহ্ন
২০ হাজার টাকা করে সহায়তা প্রদান
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলার দরবস্তে বাস-টমটম মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দরবস্ত শাহী ঈদগাহ মাঠে একই সাথে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী খসরু, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও ফখরুল ইসলাম ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে তাদের-কে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, খবর পেয়ে শনিবার সকাল ৯ টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসসহ জেলা প্রশাসনের একটি টিম দরবস্ত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
এসময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সিলেট বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দূর্ঘটনায় নিহত প্রত্যেকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দাফন কাজে সহায়তা প্রদানের কথা জানান।
এই মর্মান্তিক ঘটনায় জৈন্তাপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে থেকে অবৈধ টমটম গাড়ি বন্ধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নসহ নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন স্থানীয় জনতা। সম্প্রতি সিলেট-তামাবিল-জাফলং সড়কের বিভিন্ন স্থানের ভাঙা অংশের মেরামত কাজ করার দাবী জানানো হয়।
অপরদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন ও জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৪ আসনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. গোলাপ মিয়াসহ অনেকেই হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের দরবস্ত বাজারের নিকটবর্তী সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শ্রীখেল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫ জন ঘটনাস্থলে নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে আশপাশ এলাকার লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন। ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুকসহ পুলিশ ফোর্স, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে গুরুতর শুকইনপুর গ্রামের আসাদ আহমদ (৩০) আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিক্সা (ইজিবাইকের) সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিক্সায় ৭ জন যাত্রী ছিলেন সবাই হতাহত হয়েছেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, এই ঘটনায় আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনার পর আমরা পুলিশ ফোর্স নিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যাই। আর স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এই মর্মান্তিক সড়ক ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।