তাহিরপুরে নদীতে নিখোঁজ নৌকা মিস্ত্রির লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৫:১৯:০৪ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে পর্যটক নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোঁজ নৌকা মিস্ত্রি জানে আলম জিন্টুর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টা ২০ মিনিটে ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রতনশ্রী ও শুবলারগাঁও গ্রামের মধ্যে বৌলাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত জানে আলম উপজেলার সদর ইউনিয়ন উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন মো. নুর আলম (৩০), ইয়াজুল হক (৫৬) ও উসাস মিয়া (২০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. নুর আলম ও স্থানীয় বাসিন্দা সেলিম আখঞ্জি জানান, উপজেলার সদর ইউনিয়নের আখঞ্জি বাড়ির সামনে পর্যটক পরিবহনকারী নতুন একটি নৌকা তৈরির কাজ শেষ করেন তিনি। সকালে জানে আলম জিন্টু সহ পাঁচ-ছয়জন এ নতুন নৌকায় মেশিন লাগিয়ে পরীক্ষা করার জন্য বের হয়ে বৌলাই নদী দিয়ে শুভলারগাঁওয়ের দিকে যান। পরে আবারো তাহিরপুর সদরে আসার পথে নৌকার ওপরে ছিলেন জানে আলম জিন্টু। এ সময় রতনশ্রী ও শুবলারগাঁওয়ের মধ্যে বৌলাই নদীতে টানানো পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান জানে আলম জিন্টু। এ সময় ওই তিনজন আহত হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা করি। সুনামগঞ্জ থেকে ডুবুরি দল নেতা মো. কবির হোসেনের নেতৃত্বে ছয়জনের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জানে আলমের লাশ উদ্ধার করা হয়েছে।