স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী কাল স্মৃতি পরিষদের কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৫:২০:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কৃতিসন্তান বরেণ্য রাজনীতিবিদ ও কূটনীতিক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১০ জুলাই সকাল ১০টায় শাহজালাল দরগায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া। পরে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগরীর বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ করা হবে।
২০০১ সালের ১০ জুলাই জাতীয় সংসদের স্পীকার ও সিলেট-১ আসনের এমপি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বরেণ্য এ ব্যক্তিত্ব। তাকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়।