চুনারুঘাটে চা বাগানের ভেতর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১:২৬:১৫ অপরাহ্ন

চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে চুনারুঘাট-মাধবপুর এলাকার সীমান্তবর্তী জগদীশপুর এলাকায় সুরমা চা-বাগানের ২০ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক অলিন মিয়া (৩৫) উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বড়দুলিয়া গ্রামের ইয়াকুত মিয়ার পুত্র। এ ঘটনায় চুনারুঘাট থানার পুলিশ পাইকপাড়া ইউনিয়নের রামগঙ্গা চা- বাগানের সাবেক মেম্বার বিভু মু-া (৫০) কে আটক করেছে। পরিবারিক সূত্রে জানা গেছে, অলিন মিয়া গত ৪/৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হক বলেন, অলিন মিয়ার লাশ উদ্ধার করে গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিহতের আসল রহস্য উদঘাটিত হবে।