জাইকা’র অর্থায়নে ওসমানী মেডিকেলে আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১:২৮:৫৫ অপরাহ্ন
শিগগিরই শুরু হবে ১০০ বেডের প্লাস্টিক ও বার্ণ ভবন নির্মাণের কাজ ॥ হাসপাতাল পরিচালক
ডাঃ এস এম আসাদুজ্জামান জুয়েল : সিলেট বিভাগের সবচাইতে বড় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাপানী সাহায্য সংস্থ্যা (জাইকা)-এর অর্থায়নে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ‘ডায়াগনস্টিক’ সেন্টার চালু হচ্ছে। পাশাপাশি এ হাসপাতালে সৌদি সরকারের অর্থায়নে ১০০ বেডের (শয্যার) প্লাস্টিক ও বার্ণ ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া এ প্রতিবেদককে জানান, জাইকার অর্থায়নে দেশের সরকারি ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার চালুর প্রথমটি স্থাপিত হচ্ছে সিলেটে। এর অংশ হিসেবে জুন মাসে ‘জাইকা’র একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধিদল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনশেষে এ হাসপাতালে একটি আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের বিষয়ে ইতিবাচক সংকেত দেয়। এরপর থেকেই দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে এ সেন্টারের। ৭ম তলা ফাউন্ডেশন (ভিত্তি) বিশিষ্ট এ ভবনের ৫ম তলার কাজ ২০২৪ সালের জুলাইয়ে শেষ হবে । এরপর থেকে এ ডায়াগনস্টিক সেন্টারের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন হাসপাতাল পরিচালক।
জানা গেছে, এ ডায়াগনস্টিক সেন্টারে জাপানী সংস্থাটি অত্যাধুনিক যন্ত্রপাতিও সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে-একটি করে এনজিওগ্রাম মেশিন, সিটি স্ক্যান ও এমআরআই মেশিন, দুটি করে এক্স-রে এবং ইকোকার্ডিও গ্রাম মেশিন এবং চারটি আল্ট্রাসনোগ্রাম মেশিন। সেন্টারটি স্থাপিত হলে রোগীরা একই ভবন থেকে একযোগে সেবা পাবেন এবং এজন্য রোগীদের বিভিন্ন স্থানে ঘুরতে হবে না। এখান থেকে অতি অল্প সময়েই চিকিৎসা পাওয়া সহজ হবে এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশী অর্থ ব্যয় করতে হবে না। সামান্য খরচেই দামী পরীক্ষাগুলো করা সম্ভব হবে।
ওসমানী হাসপাতালের পরিচালক আরো জানান, স্বাস্থ্যখাতের উন্নয়নে সৌদি সরকারের অর্থায়নে শিগগিরই ১০০ বেডের (শয্যার) প্লাস্টিক ও বার্ণ ভবন নির্মিত হবে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া আরো বলেন, এ হাসপাতাল থেকে উৎপাদিত বর্জ্য, আবর্জনা বা ওয়েষ্ট ম্যানেজমেন্টের জন্য হাসপাতালের উত্তরপার্শ্বে আধুনিক ব্যবস্থা সংবলিত ‘আধুনিক ওয়েষ্ট ম্যানেজমেন্ট ভবনে’র কাজও দ্রুত এগিয়ে চলেছে।
এছাড়া, ‘ক্যান্সার কিড্নী ও কার্ডিওলজি বিভাগে’র চিকিৎসার সহজলভ্যতার জন্য এ হাসপাতালে ১৫ তলাবিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে ৭ম তলা ভবনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।