সিলেটে যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে নিখিল
ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ৮:৪৭:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। দেশের তরুণদের হেরোইন-মদ-গাঁজা ও ইয়াবার মাদকের দিকে ঠেলে দিচ্ছে দলটি। তাদের রক্ষায় সারাদেশে যুবলীগ তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি চালিয়ে যাবে। ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা ক্ষমতায় যেতে বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘তারুণ্যের জয়যাত্রা’য় ভেসে যাবে বিএনপি-জামায়াত এর সকল অপচেষ্টা।
গতকাল রোববার সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত যুবলীগের কেন্দ্রঘোষিত ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তারই সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য কাজ করে চলেছেন।
নিখিল আরো বলেন, ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্রের জবাব দিতে আমরা সবসময় প্রস্তুত। ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ বা ২১ ফেব্রুয়ারি এলে বিএনপি-জামায়াত এবং তারেক জিয়াদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু ১৫ আগস্ট তারা উৎসবে মেতে উঠে। তারা কিভাবে দেশের সেবা মানুষের সেবা করবে? তারেক লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে আওয়ামী যুবলীগ। তাদের কোন অপপ্রচারেই সরকারের ভাবমুর্তি নষ্ট হবে না। আওয়ামী যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে যাচ্ছেন। ’
সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেটের মাটি আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। এই মাটিতে দেশ এবং সরকার বিরোধী যেকোন ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি।’
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর হাবিব হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাইফুল আলম অনিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, চৌধুরী আব্দুল্লাহ রাজেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
সমাবেশ শুরুর আগে দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। আর বেলা সোয়া চারটার দিকে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মঞ্চে আসেন। এর কিছুক্ষণ পরে যুবলীগের সমাবেশে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।