কোম্পানীগঞ্জে লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১১:৪৯:০২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে লিজ বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে ধলাই নদীর ঢালারপাড় গ্রামে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন এই অর্থদন্ড দেন।
তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু ব্যক্তি ধলাই নদীর লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাাসনের সতর্ক দৃষ্টি রয়েছে বলেও জানান সাদিক আল শাফিন।