ওমর ফারুক (রহ:) একাডেমিতে এমপি মোকাব্বির খান
ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১২:০৪:৫৬ অপরাহ্ন
সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, নৈতিক শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি স্ব স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ধর্মের সঠিক শিক্ষাকে যদি কাজে লাগানো যায়; তাহলে পরিপূর্ণ মানুষ হওয়া যায়।
গতকাল রোববার বেলা ১২টায় বিশ্বনাথের হযরত ওমর ফারুক (রহ:) একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুরের সভাপতিত্বে ও মাওলানা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: সুমন, একাডেমি পরিচালনা কমিটির সাবেক সদস্য ইমাদ উদ্দিন, বর্তমান সদস্য মো: রফিকুল ইসলাম জুবায়ের ও সাংবাদিক কাজী জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মর্তুজ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোকাব্বির খান একাডেমির ভবন সংস্কারের জন্য নগদ ৩ লাখ টাকা ও খেলার মাঠের উন্নয়নের জন্য আরো ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি ছাত্রীদের জন্য ওয়াশরুম করে দেয়ার আশ্বাস দেন।-বিজ্ঞপ্তি