ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত লাহিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১২:০৫:৫২ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। গতকাল রোববার সকালে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবস তিনি আনুষ্ঠানিকভাবে পালন করেছেন। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা উপজেলা পরিষদ কার্যালয়ে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান দু’মাসের সফরে যুক্তরাজ্যে যাওয়ার প্রাক্কালে ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যান। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা
আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবু সাদাত লাহিন টানা দু’বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।