মাধবপুরে মোটরসাইকেল উল্টে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১২:১৭:১৯ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : মাধবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শফিক মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার নোয়াপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুনামগঞ্জের ধর্মপাশার হরমুজ মিয়ার ছেলে।
জানা যায়, শফিক মিয়া পেশায় একজন কারখানা শ্রকি। তিনি মাধবপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থেকে সায়হাম টেক্সটাইলস মিলে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল সকালেও তিনি কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নোয়াপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
শফিককে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।