নাজিরবাজারে ‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১২:৪৫:৫৩ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদরাসার প্রধান উপদেষ্টা, শায়খুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আল্লামা মুফতি রশিদুর রহমান নাজিরবাজারস্থ দারুল কুরআন মাদরাসার মসজিদে আয়োজিত আলোচনা সভায় নসিহত পেশ করেন।
এসময় তিনি বলেন- ‘সোনালী সমাজ গঠনে কুরআন-হাদিসের শিক্ষার বিকল্প নেই। আর এই ইলমে ওহির শিক্ষা আহরণে নারীদের সুযোগ করে দিচ্ছেন বৃহত্তর নাজিরবাজার এলাকার মানুষ। এটি একটি অসামান্য নেক আমল। দুনিয়ায় কেয়ামত পর্যন্ত এই নেক আমলের সওয়াব জারি থাকবে এবং এর উত্তম প্রতিদান মিলবে কঠিন কেয়ামতের দিন।’
উল্লেখ্য, নাজিরবাজারে (ঈদগাহবাজার রাস্তায়) বাস্তবায়িত হতে যাচ্ছে বৃহত্তর এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ‘উম্মাহাতুল মু’মিনিন মহিলা মাদরাসা’। প্রাথমিকভাবে ৪২ শতক জায়গার উপর নির্মাণ করা হবে মাদরাসার একাডেমিক ও প্রশাসনিক ভবন। এলাকার মুরব্বি, গণমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কয়েকজন যুবক এ মহতি উদ্যোগ গ্রহণ করেন। তাদের পাশে দাঁড়ান বেশ কয়েকজন প্রবাসীও।
মাদরাসার উদ্যোক্তারা বলছেন, ‘সম্পূর্ণ ব্যতিক্রমী এক সিলেবাসে শুরু হবে মাদরাসার পাঠদান। মাদরাসার পাঠ্যক্রম হবে সরকারি কারিকুলাম ও আরবি সিলেবাসের সমন্বয়ে। প্রথম থেকেই শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’-বিজ্ঞপ্তি