নবীগঞ্জে উত্তরাধিকার সনদে অনিয়মের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১২:৪৭:২২ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন দিলবার এর বিরুদ্ধে উত্তরাধিকার সনদ প্রদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তির স্ত্রী ও এক কন্যা সন্তানকে বাদ দিয়ে অন্য ভাই-বোনদের উত্তরাধিকার সনদ দেয়া হয়েছে। সেই সনদের মাধ্যমে অন্য ভাই-বোনরা পৈত্রিক সম্পত্তি তাদের নিজেদের নামে করে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের বাউর কাপন গ্রামের মৃত রইছ উদ্দিন প্রায় ১০ বছর পূর্বে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তারা হলেন স্ত্রী নেহার বেগম, ছেলে মো: ওয়ারিশ উদ্দিন, মো: তৌরিছ উদ্দিন, মো: জসিম উদ্দিন, মো: আলিম উদ্দিন, মো: কাছাব উদ্দিন, মেয়ে মোছা: ফুলেছা বেগম ও মোছা: বানেছা বেগম। গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন চেয়ারম্যান নোমান হোসেন ও ২নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন দিলবার মৃত রইছ উদ্দিনের ছেলে মেয়েদের ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করেন। সেই সাটিফিকেটে মেয়ে বানেছা বেগমের নাম বাদ দেয়া হয়। পরে আরো একটি ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করে ইউনিয়ন পরিষদ যেখানে আবার বানেছা বেগমের সাথে মৃত রইছ উদ্দিনের স্ত্রী নেহার বেগমের নাম বাদ দেয়া হয়। এ ব্যাপারে বানেছা বেগমের চাচাতো ভাই রিমন আহমেদ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী রিমন মিয়া বলেন দুইটা ওয়ারিশ সার্টিফিকেটে মনগড়া এবং ওয়ারিশান বাদ দেয়া সম্পূর্ণ বেআইনি। তিনি প্রশাসনের নিকট বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তপূর্ব ব্যবস্থা নেয়ার কথা জানান।