চুনারুঘাটে যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগে শাশুড়ী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১২:৫২:৩৮ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে যৌতুকের জন্য গৃহবধূ জ্যোৎ¯œা আক্তার (২২) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর শ্বাশুড়ী রাবিয়া আক্তার (৫০) কে ওই দিন সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আলামিন পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, প্রায় ৩ বছর পূর্বে উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাশপুর এলাকার আমির আলীর মেয়ে জ্যোৎস্নার সাথে একই উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র রাজমিস্ত্রী আল-আমীনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে আলিফ নামের ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। জ্যোৎস্নাকে তার স্বামী আল-আমীন প্রায়ই যৌতুকের জন্য মারধর করত। গতকাল রোববার দুপুরে লোক মারফত জ্যোৎস্নার মৃত্যুর খবর তারা জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে এলোমেলো অবস্থায় স্বামীর ঘরের মেঝেতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন জ্যোৎ¯œার মা। নিহত গৃহবধূর পিতা আমির আলী জানান, যৌতুকের দাবিতে হত্যার পর গলায় রশি দিয়ে বেঁধে আত্মহত্যা নাটক করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তার স্বামী শ্বাশুড়ীসহ ঘটনার সাথে জড়িতরা। চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় নিহতর মা বাদী হয়ে চুনারুঘাট থানায় স্বামী ও শ্বাশুড়ীর নাম উল্লেখ করে যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন।