রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহীম আলীর দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১:০০:২৯ অপরাহ্ন
জানাজায় মানুষের ঢল, প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রীয় মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের তিন যুগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহীম আলীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার গত রাত ১ টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
গতকাল রোববার বিকেল ৩ টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, আলেম-উলামাসহ সর্বস্তরের কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন মোহাম্মদ ইব্রাহীম : প্রবাসী কল্যাণ মন্ত্রী
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “মোহাম্মদ ইব্রাহীমের মতো একজন বিশ্বস্ত বন্ধু ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ১৯৮৬ সাল থেকে সবসময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার পাশে থেকে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও উন্নয়ন কর্মকা- পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
ইমরান আহমদ এমপি বলেন, মোহাম্মদ ইব্রাহীমের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর গোয়াইনঘাট বাসী হারালো তার প্রিয় সন্তানকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহীম আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো, আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হুমায়ুন ইসলাম কামাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আজমল আলী, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার আহবায়ক লুৎফুর রহমান লেবু, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুক এ এলাহী, অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের একাধিক বারের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি এ জেড এম আবুল মওলা চৌধুরী, ব্যাংকার রাজু আহমেদ ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের স্মৃতি ও কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।